লিটন দাসকে কটূক্তির বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
০৩-১০-২০১৮, ১৭:২২
ক্রিকেটার লিটন দাসের ফেসবুক পেজে পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টে সাম্প্রদায়িক মন্তব্য এবং গালিগালাজের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা।
এই ধরণের উগ্রবাদের বিরুদ্ধে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
সম্প্রতি এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেন লিটন দাস। ফাইনালে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরি লড়াইয়ের পুঁজি দেয় বাংলাদেশকে। ফেসবুকে তার ধর্ম নিয়ে আক্রমণের বিষয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।'
এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি লিটন দাস তার ফেসবুক ভেরিফাইড পেইজে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে একটি ছবি প্রকাশ করেন। ছবিটি পাবলিশ করার পর থেকে তাকে উদ্দেশ্য করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো অসংখ্য মেসেজ এবং কমেন্টে তাকে জর্জরিত করা হয়েছে।
মো. মিথুন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তাকে এই ছবির নিচে লিখেছেন- 'আমি তোমাকে মানা করেছিলাম এমন ছবি প্রকাশ করতে।'
আরেকজন এই ছবিটি সরাতে বলে তাকে বলেছেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলাম এমন পৌত্তলিকতা সমর্থন করে না।
এমতাবস্থায় লিটন দাস তার পোস্ট করা ছবিটি ফেসবুক থেকে মুছে দিতে বাধ্য হোন। পরবর্তীতে তিনি কতটা দুঃখ পেয়েছেন ঘটনাটিতে তা উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।
তিনি লিখেন - আমার প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশি, ধর্ম আমাদের পৃথক করতে পারবে না।
০৩-১০-২০১৮, ১৭:২২
ক্রিকেটার লিটন দাসের ফেসবুক পেজে পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টে সাম্প্রদায়িক মন্তব্য এবং গালিগালাজের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা।
এই ধরণের উগ্রবাদের বিরুদ্ধে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
সম্প্রতি এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেন লিটন দাস। ফাইনালে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরি লড়াইয়ের পুঁজি দেয় বাংলাদেশকে। ফেসবুকে তার ধর্ম নিয়ে আক্রমণের বিষয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।'
এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি লিটন দাস তার ফেসবুক ভেরিফাইড পেইজে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে একটি ছবি প্রকাশ করেন। ছবিটি পাবলিশ করার পর থেকে তাকে উদ্দেশ্য করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো অসংখ্য মেসেজ এবং কমেন্টে তাকে জর্জরিত করা হয়েছে।
মো. মিথুন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তাকে এই ছবির নিচে লিখেছেন- 'আমি তোমাকে মানা করেছিলাম এমন ছবি প্রকাশ করতে।'
আরেকজন এই ছবিটি সরাতে বলে তাকে বলেছেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলাম এমন পৌত্তলিকতা সমর্থন করে না।
এমতাবস্থায় লিটন দাস তার পোস্ট করা ছবিটি ফেসবুক থেকে মুছে দিতে বাধ্য হোন। পরবর্তীতে তিনি কতটা দুঃখ পেয়েছেন ঘটনাটিতে তা উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।
তিনি লিখেন - আমার প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশি, ধর্ম আমাদের পৃথক করতে পারবে না।
Comments
Post a Comment