Skip to main content

Posts

বিশেষ নিয়োগ ও ফের কোটা প্রবর্তনে আপত্তি আন্দোলনকারীদের

সরকারি চাকুরিতে বিশেষ নিয়োগ ও পুনরায় কোটা প্রবর্তনে আপত্তি রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দ্যা ডেইলি ক্যম্পাসকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের সাথে আলোচনা করব। এরপর সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানাবো। তবে বিশেষ নিয়োগ ও পরবর্তীতে কোটা পুনঃপ্রবর্তন নিয়ে আমাদের আপত্তি রয়েছে।’ প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ অন্যসব চাকরিতে কোটা বিদ্যমান থাকবে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Recent posts
লিটন দাসকে কটূক্তির বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী  ০৩-১০-২০১৮, ১৭:২২ ক্রিকেটার লিটন দাসের ফেসবুক পেজে পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টে সাম্প্রদায়িক মন্তব্য এবং গালিগালাজের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা। এই ধরণের উগ্রবাদের বিরুদ্ধে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার (৩ অক্টোবর) বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সম্প্রতি এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেন লিটন দাস। ফাইনালে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরি লড়াইয়ের পুঁজি দেয় বাংলাদেশকে। ফেসবুকে তার ধর্ম নিয়ে আক্রমণের বিষয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।' এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জ